আবারো চোট মেসির
রোববার ভিয়ারিয়ালের বিপক্ষে ১-০ গোলের কষ্টের জয়ের ম্যাচে বড় দুশ্চিন্তাও উপহার পেয়েছে বার্সেলোনা। কারণ দলটির প্রাণভোমার লিওনেল মেসি যে এই ম্যাচে ফের পুরনো হ্যামস্ট্রিং চোটে কাবু হয়ে পড়েন। যদিও ইয়োলো সাবমেরিনদের বিপক্ষে পুরো ৯০ মিনিটই মাঠে ছিলেন এমএলটেন।
রোববার ম্যাচ শেষে বার্সেলোনা তাদের অফিশিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে জানান, ‘মেসির হ্যামস্ট্রিং সমস্যা দেখা দিয়েছে। হালকা চোট পেয়েছেন মুনির আল হাদ্দাদিও। এজন্য কিছু ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার সামনে দাঁড়াতে হবে এই দুজনকে। সেজন্য আগামী মঙ্গলবার বার্সার মেডিকেল স্টাফ কিছু পরীক্ষা-নিরীক্ষা চালাবেন।’
প্রসঙ্গত, এই চোটের কারণে আগামী বুধবার জার্মানির বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মেসির খেলা-না খেলা নিয়ে একটা দোলাচল তৈরি হলো। যখন ব্রাজিল বিশ্বকাপের দুই সেমিফাইনালিস্ট মারাকানার মহারণের পর এই প্রথম পরস্পরের সামনে দাঁড়াচ্ছেন।
মন্তব্য চালু নেই