কলারোয়ায় জুয়া খেলার অভিযোগে ৫ব্যক্তি আটক

সাতক্ষীরা কলারোয়ায় জুয়া খেলার অভিযোগে ৫ব্যক্তিকে পুলিশ আটক করেছে।
শুক্রবার গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- উপজেলার চন্দনপুর গ্রামের ছবেদ আলির ছেলে মাহবুবুর রহমান (২৬), বয়ারডাঙ্গা গ্রামের হেদায়েতউল্লার ছেলে আজিবর রহমান (৪৫), পাকুড়িয়া গ্রামের আব্দুল জলিল সরদারের ছেলে সেলিম হোসেন (২২), পৌরসভাধীন গোপিনাথপুর গ্রামের পরিতোষ অধিকারীর ছেলে পবিত্র অধিকারী (২৪) ও সুনিল কুমারের ছেলে সুজন কুমার (২৫)।

এ ব্যাপারে কলারোয়া থানায় মামলা (নং-১৩, তাং-১১/৯/১৫ইং) হয়েছে বলে জানান ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম।



মন্তব্য চালু নেই