অল্পের জন্য রক্ষা পেলো ৪শ শিক্ষার্থী

শ্রীপুর (গাজীপুর): মধ্যাহ্ন বিরতি চলছে। তাই শিক্ষার্থীরা স্কুলমাঠ ও আঙিনায় খেলাধুলা করছে। কেউবা টিফিন করছে। সবাই যখন সবার কাজে ব্যস্ত ঠিক এমন সময় হঠাৎ বিকট শব্দে হলো বজ্রপাত। এতে আতঙ্কিত হয়ে পড়ে স্কুলে আসা প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী। হতবাক হন শিক্ষকরাও। দিগ্বিদিক ছুটাছুটি করতে থাকে শিক্ষার্থীরা। এতে আতঙ্কে অন্তত ৪০ শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে। এর মধ্যে ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে শ্রীপুর উপজেলার বলদীঘাট জে এম উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। তবে বজ্রপাতটি স্কুলের মধ্যে না হয়ে পাশে হওয়ায় অল্পের জন্য রক্ষা পান ৪ শতাধিক শিক্ষার্থী-শিক্ষক।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল হক বলেন, ‘মঙ্গলবার স্কুলে প্রায় ৪শ শিক্ষার্থী উপস্থিত ছিল। দুপুর দেড়টার দিকে বিদ্যালয়ের পাশে বিকট শব্দে বজ্রপাত হয়। এসময় বিদ্যালয়ের মধ্যাহ্ন বিরতি চলছিল। কিছু শিক্ষার্থী বিদ্যালয় আঙিনায় ঘুরাফেরা করছিল। বজ্রপাতের পর ছাত্রীরা একের পর এক জ্ঞান হারাতে থাকে। পরে তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।’

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সেলিনা পারভীন জানান, তিনি ১০ জন শিক্ষার্থীকে ভর্তি করেছেন। তারা ভয়ে অজ্ঞান হয়ে যায়। তবে শঙ্কামুক্ত।



মন্তব্য চালু নেই