পে-স্কেলে বেসরকারি শিক্ষক-কর্মচারীরা অন্তর্ভূক্ত
কলারোয়ায় আনন্দ মিছিল শিক্ষকদের
মন্ত্রিসভায় অনুমোদিত ৮ম পে-স্কেলে বেসরকারি শিক্ষক-কর্মচারীরা অন্তর্ভূক্ত হওয়ায় সাতক্ষীরার কলারোয়ায় আনন্দ মিছিল করেছে শিক্ষকরা।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা কলেজ শিক্ষক সমিতি (বাকশিস), মাধ্যমিক শিক্ষক সমিতি ও মাদরাসা শিক্ষক সমিতি পৌরসদরে এ মিছিল বের করে।
আনন্দ মিছিল শেষে উপজেলা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতোই এমপিওভূক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীরা নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাওয়ার ঘোষনা হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। ঘোষিত পে-স্কেল গত পহেলা জুলাই’১৫ থেকেই কার্যকর হবে।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, শিক্ষক নেতা প্রধান শিক্ষক আ.রব ও প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ।
শিক্ষক নেতা কলারোয়া প্রেসক্লাবের সভাপতি দীপক শেঠের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বাকশিস নেতা অধ্যাপক আবুল খায়ের, অধ্যাপক শেখ জাভিদ হাসান, অধ্যাপক হারুনর রশীদ বকুল, অধ্যাপক ইউনুস আলী খাঁন, প্রভাষক সাঈদ হোসেন, প্রভাষক আ.হাকিম, প্রধান শিক্ষক কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, রুহুল আমিন, আজহারুল ইসলাম, আবুল কাশেম, ফজলুর রহমান, সিরাজুল ইসলাম, রনজিৎ কুমার, আজগর আলী, সাইফুল ইসলাম, আমজাদ হোসেন, পৌর কাউন্সিলর মাস্টার মনিরুজ্জামান বুলবুল, মোস্তফা বাকী বিল্লাহ শাহী, শফিকুল ইসলাম, শেখ শাহজাহান আলী শাহীন প্রমুখ।
মন্তব্য চালু নেই