রাণীশংকৈলে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ উদ্বোধন

ঠাকুরগাঁয়ে রাণীশংকৈল উপজেলায় ৭ সেপ্টম্বর হলরুমে ইউ এন ও খন্দকার মো: নাহিদ হাসানের সভাপতিত্বে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন মাননীয় জেলা প্রশাসক জনাব মূকেশ চন্দ্র বিশা¦স।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামীলীগ সভাপতি সইদুল হক, সম্পাদক মো: তাজদ্দীন আহমেদ,কৃষি কর্মকতা মো: মাজেদুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: মাহফুজা বেগম পুতুল ও রাণীশংকৈল থানা অফির্সার ইনচাজ সুকুমার মহন্ত প্রমুখ।

অনান্যদের মধ্যে উপস্তিত ছিলেন প্রেসক্লাব সম্পাদক মো: সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শ্ক্ষিক মমতাজ বেগম, উপসহকারি কৃষি অফিসার মো: সাদেকুল ইসলাম সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

উপজেলার ৮টি ইউনিয়ন তথা-কাশিপুর,হোসেনগাঁও,নন্দুয়ার,লেহেম্বা,ধর্মগড়,বাচোর,নেকমরদ,রাতোর স্টল রয়েছে যা

মেলাটিকে দৃষ্টি নন্দন করে তুলেছে। এছাড়াও পল্লীবিদ্যুৎ রাণীশংকৈল শাখা, পাইলট উচ্চ বিদ্যালয়,বালিকা উচ্চ বিদ্যালয়েরও ১টি করে স্টল রয়েছে। বর্তমান সরকারের এটি একটি যুগান্তকারি পদক্ষেপ বলে মন্তব্য করেন সুধী সমাজ।



মন্তব্য চালু নেই