প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি করায় আটক ১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রীপরিষদ সদস্যসহ দলীয় কেন্দ্রীয় নেতাদের নিয়ে ব্যঙ্গাত্মক ছবিসহ ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করায় মো. ইউসুফ নামের এক জামায়াত নেতাকে আটক করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে চৌদ্দগ্রামের শুভপুর ইউনিয়নের দুর্গাপুর থেকে তাকে আটক করা হয়। ইউসুফ দুর্গাপুর গ্রামের আব্দুল বারীর ছেলে ও জামায়াতের শুভপুর ইউনিয়নের সভাপতি।

জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদসহ পুলিশের কর্মকর্তাদের বিরুদ্ধে ফেসবুকে তাঁদের ব্যঙ্গাত্মক ছবিসহ কুরুচিপূর্ণ মন্তব্য প্রচার করা হয়।

চৌদ্দগ্রাম থানার ওসি মো. ফরহাদ জানান, বিষয়টি নিশ্চিত হয়ে শনিবার রাত আড়াইটার দিকে ইউসুফকে তার বাড়ি থেকে আটক করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



মন্তব্য চালু নেই