জেনে নিন আপনার হৃৎপিণ্ডের বয়স
হৃৎপিণ্ডের বয়স নির্ধারণ করার কিছু কৌশল আছে। এটা করা হয় কার্ডিওভাস্কুলার সিস্টেমের অবস্থা দেখে। কার্ডিওভাস্কুলার সিস্টেম কতটা সুস্থ তা আবার নির্ভর করে কয়েকটি রিস্ক প্রোফাইলের ওপর। এগুলো হলো- উচ্চ রক্তচাপ, অতিরিক্ত ধূমপান, ডায়াবেটিস এবং স্থূলতা।
ফর্টিস এসকর্টস হার্ট ইনস্টিটিউটের কার্ডিয়াক সায়েন্স বিভাগের প্রধান ডা. অশোক শেঠ জানান, বয়স্কদের ক্ষেত্রে হার্টের আর্টারিতে ব্লকেজ পাওয়াটা স্বাভাবিক। কিন্তু চিন্তার বিষয় হলো, এখন বেশিরভাগ কমবয়সী ছেলে-মেয়ে এবং মধ্যবয়স্কদের মধ্যে এর প্রবণতা বাড়ছে। আর এই ক্ষেত্রেই বিশেষ সাহায্য করতে পারে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের তৈরি করা হার্ট এজ ক্যালকুলেটর। এতে আসন্ন বিপদ সম্পর্কে আগেই সচেতন হওয়া সম্ভব হবে।
আপনার হৃৎপিণ্ডের বয়স জেনে নিন : http://www.heartage.me এই ওয়েবসাইটে। এখানে উল্লেখিত তথ্য দিলেই আপনার হৃৎপিণ্ডের বয়স জানতে পারবেন।
মন্তব্য চালু নেই