কলারোয়ার সোনাবাড়িয়ায় কমিউনিটি পুলিশিং ফোরামের সভা
সাতক্ষীরার কলারোয়ায় সোনাবাড়িয়া ইউনিয়নে শুক্রবার ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের পৃথক দুটি আলোচনা সভা ইউনিয়ন পরিষদ ভবন ও উত্তর ভাদিয়ালি প্রাইমারি স্কুলে অনুষ্ঠিত হয়েছে। পৃথক সভায় ৯টি ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি-সম্পাদকসহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উভয় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম। তিনি মাদক, সন্ত্রাস, নারী-শিশু পাচাররোধসহ আইন-শৃঙ্খলায় বিঘ ঘটে- এমন সকল কার্যকলাপ প্রতিরোধে পুলিশিং ফোরামকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান।
বিশেষ করে মাদকের বিরুদ্ধে প্রধান অতিথি জিরো টলারেন্স দেখানোর জন্য সকলের প্রতি বিশেষ আহবান জানান। ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আলহাজ্ব আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ইউনিয়নের বিট অফিসার এসআই হিমেল হোসেন, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মেম্বার, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক সিদ্ধেশ্বর চক্রবর্তী, ইউপি সদস্য আব্দুল হামিদ, হাসানুজ্জামান, রুস্তম আলি, মুক্তিযোদ্ধা আব্দুল গণি, মাস্টার আব্দুর রাজ্জাক, আ’লীগ নেতা লিয়াকত আলি, আবুল কালাম প্রমুখ।
সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদ ভবনের সভাটি সঞ্চালন করেন ইউপি চেয়ারম্যান এসএম শহিদুল ইসলাম। এদিকে, কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম সাংবাদিকদের জানান, জনগণকে অপরাধমূলক বিভিন্ন কর্মকান্ডসহ নানা বিষয়ে অধিক সচেতন করার লক্ষ্যে পুলিশের পক্ষ থেকে উপজেলা ব্যাপী ইতোমধ্যে ৫০ হাজার লিফলেট বিলি করা হয়েছে।
মন্তব্য চালু নেই