শাহজালাল বিমানবন্দরে ১৬ কেজি সোনা জব্দ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৬ কেজি সোনা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

শুক্রবার রাতে ইমিগ্রেশনের টয়লেট থেকে এসব সোনা জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার উম্মে নাহিদা আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অ্যারাইভাল ইমিগ্রেশনের টয়লেট থেকে ১৬ কেজি সোনা জব্দ করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সোনা উদ্ধারের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তিনি সিভিল অ্যাভিয়েশনের একজন কর্মচারী বলে জানা গেছে।



মন্তব্য চালু নেই