বিমানবন্দরে পণ্য ছিনতাই : যুবলীগ নেতাসহ গ্রেফতার ৩
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তাকে মারধর করে মালামাল ছিনিয়ে নেওয়ার ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। এদের মধ্যে একজন যুবলীগের নেতা।
মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেন যুবলীগ নেতা বদরুল আলম শ্যামল। অপর দুজন হচ্ছেন পাপন ও প্রিন্স। র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মাকসুদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১০ আগস্ট বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় যুবলীগ নেতা বদরুল আলম শ্যামলের নেতৃত্বে কয়েকজন দুর্বৃত্ত কাস্টমসের তিন কর্মকর্তাকে মারধর ও কোটি টাকার মালামাল ছিনিয়ে নেয়।
এঘটনায় বদরুল আলম শ্যামলকে প্রধান আসামি করে আটজনের নাম দেয় ও ৩০-৩৫ জনকে অজ্ঞাত আসামি উল্লেখ করে বিমানবন্দর থানায় মামলা করে কাস্টমস কর্তৃপক্ষ।
মন্তব্য চালু নেই