কলারোয়ায় আটক ৩

সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ মাদকসেবীকে আটক করেছে। আটককৃতরা হলো- কলারোয়া উপজেলার কাকডাঙ্গা গ্রামের মোঃ শাহাদত দালালের ছেলে আব্দুল গণি, বাঘাডাঙ্গা গ্রামের হাফিজুর রহমানের ছেলে আরিফুর রহমান এবং শফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান।

থানা পুলিশ জানায়, গত ৩১ আগস্ট গাঁজা সেবনকালে কলারোয়া থানার এসআই হিমেল হোসেন সকালে তাদের গাড়াখালী মোড়ের কওসার আলীর চায়ের দোকানের পিছন হতে আটক করেন। এ সময় পুলিশ তাদের নিকট হতে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করেন। এ ঘটনায় কলারোয়া থানায় একটি মামলা হয়েছে।



মন্তব্য চালু নেই