ঠাকুরগাওয়ে নিম্নাঞ্চল প্লাবিত দরিদ্র মানুষের সীমাহিন কষ্ট ॥ বজ্রপাতে ২জনের মৃত্যু

ঠাকুরগাওয়ে অতিবর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প-াবিত হয়েছে নিুাঞ্চল। আমন ক্ষেত পানিতে তলিয়ে গেছে। বন্যার আশংকা করা হচ্ছে। ঘরবাড়ি ছেড়ে উচু যায়গায় আশ্রয় গ্রহণ করছে দরিদ্র মানুষ। জেলায় গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিপাতের পর গত ১৫ ঘন্টায় মুসলধারে বৃষ্টি হওয়ায় মানুষ ঘর থেকে বের হতে পারছেনা। সদর উপজেলার ফকদনপুর, মাদারগঞ্জ, খালপাড়া, ডিসি বস্তিসহ বিভিন্ন এলাকার প্রায় কয়েকশ ঘড়বাড়ী পানিতে তলিয়ে গেছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা গেছে এ পযর্ন্ত গত দুই দিনে ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে বজ্রপাতে মারা গেছে ২ জন। আহত হয়েছে আরো ৮ জন।
রোববার রাতে মুসলধারে বৃষ্টির সময় জেলার হরিপুর উপজেলার কান্দাল গ্রামে বজ্রপাতে মারা গেছে রিয়াজুল (৩০) নামে এক ব্যক্তি এবং সদর উপজেলার সালন্দর ইউনিয়নের আশরাফুল ইসলাম (২৫) মারা যায়।

এছাড়াও বজ্রপাতে আহত হয়েছেন পীরগঞ্জ উপজেলা ভেলাতৈড় গ্রামের সিরাজুল ইসলাম(৩৫) ও সিন্দাগড় গ্রামের আশোবালা (৪০) রানীশনকৈলে চেকমার্রীতে ১জন ও ধলঝারী গ্রামে একই পরিবারের ৫জন আহত । তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।



মন্তব্য চালু নেই