দেশে ফিরলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ

চিকিৎসা শেষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ব্রিটেনের লন্ডন থেকে আজ সকালে দেশে ফিরেছেন। চিকিৎসার জন্য সেখানে তিনি আটদিন অবস্থান করেন। আজ সোমবার সকাল ১০টা ২০ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, কূটনৈতিক কোরের ডিন এবং উচ্চপর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

চলতি মাসের ২৩ তারিখে রাষ্ট্রপতি আবদুল হামিদ চিকিৎসার জন্য ব্রিটেনে যান।



মন্তব্য চালু নেই