জয়পুরহাটের আক্কেলপুরে বাল্য বিয়ের অপরাধে বর-কনের বাবা সহ আটক-৩

জয়পুরহাটের আক্কেলপুরে ৭ম শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে বিয়ের অভিযোগে বুধবার সন্ধ্যায় বর,কিশোরী কনের বাবা ও ওই বিয়ের স্বাক্ষীকে আটক করেছে পুলিশ। কাল বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালতের সামনে হাজির করে সাজা দেয়া হবে।

পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা গেছে, আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের পুর্ব মাতাপুর গ্রামের আব্দুর রশিদ (২৯) বয়সী ইসলামপুর কামিল মাদ্রাসার ৭ম শ্রেণিতে পড়–য়া তার মেয়ে রুনা লায়লা (১৩) কে একই গ্রামের আব্দুস ছামাদের ছেলে পর পর দু’স্ত্রী বিচ্ছেদকারী বর আরিফুল ইসলামের সাথে বুধবার গভীর রাতে গোপনে বিয়ে দেন।

পুলিশ এ খবর জানাতে পেরে বুধবার সন্ধ্যায় ওই গ্রাম থেকে বর আরিফুল ইসলাম, মেয়ের (কনে)বাবা আব্দুর রশিদ ও ওই বিয়ের স্বাক্ষী একই গ্রামের মৃত গাজিউল ইসলামের ছেলে শামিম কে আটক করেছে।আটক বরের এই টি ৩য় বিয়ে বলে জানিয়েছেন ওই কিশোরী বধূ মাদ্রাসা ছাত্রী রুনা লায়লা।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, আটককৃতদের কাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটের ভ্রাম্যমান আদালতে হাজির করা হবে ।



মন্তব্য চালু নেই