দু’মাসের মধ্যেই নগরীর সব রাস্তা মেরামত
আগামী দুই মাসের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন সব রাস্তা মেরামতের ঘোষণা দিয়েছেন সংস্থার মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। একই সঙ্গে তিনি নগরবাসীকে করপোরেশনের নির্ধারিত স্থানে ময়লা-আবর্জনা ও বর্জ্য ফেলার অনুরোধ জানান।
বুধবার দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে দক্ষিণ সিটি করপোরেশনের ৩৮নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভা, কাঙ্গালিভোজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ ঘোষণা দেন।
সাঈদ খোকন বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে চাই। এই শহরকে আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে চাই। প্রতিটি নাগরিক যদি তাদের সঠিক দায়িত্ব পালন করে তাহলে নগরীতে আর কোনো ময়লা-আবর্জনা থাকবে না। কোনো এলাকায় কোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন। নগরবাসীর সেবা করার জন্যই আমি মেয়র হয়েছি।’
মেয়র বলেন, ‘পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে হত্যাকারীরা মনে করেছিল মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার ইতিহাস মুছে দেবে। বাংলাদেশকে পাকিস্তানের অঙ্গরাজ্য বানাবে। এদেশ হবে যুদ্ধাপরাধীদের দেশ। কিন্তু শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় এসে এদেশের যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছেন। এর মধ্যামে বাঙালি জাতি কলঙ্কমুক্ত হতে পেরেছে।’
মেয়র প্রধানমন্ত্রীর প্রশংসা করে করে বলেন, ‘শেখ হাসিনা তার দক্ষ পরিচালনার মাধ্যমে ভিক্ষুকের জাতি থেকে দেশকে আয়ের দেশে নিয়ে গেছেন। কেউ এখন বাঙালিকে ভিক্ষুকের জাতি বলতে পারবে না। তাই বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনার সকল শক্তিকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে।’
ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আশিকুর রহমান চৌধুরী লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর ও সুত্রাপুর থানা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী, ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা হেদায়েতুল ইসলাম স্বপন, খন্দকার মঈনুর রহমান চৌধুরী জুয়েল, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর রাশিদা পারভীন মনি, ৪১নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সরোয়ার হোসেন আলো প্রমুখ।
মন্তব্য চালু নেই