কলারোয়ায় স্কুল-মাদরাসার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি
সাতক্ষীরার কলারোয়ায় ৪৪ তম জাতীয় স্কুল-মাদরাসার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের খেলার সমাপ্তি ঘটেছে।
উপজেলা পর্যায়ের শেষ খেলায় কলারোয়া জিকেএমকে পাইলট মডেল হাইস্কুল ফুটবল মাঠে সোমবার বিকেল ৪টায় বালকদের ফুটবলের ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হয়।
শেষ খেলায় ফুটবল (বালক) চ্যাম্পিয়ান হয়েছে কলারোয়া জিকেএমকে পাইলট মডেল হাইস্কুল। খেলার নির্ধারিত সময়ে কলারোয়া জিকেএমকে পাইলট মডেল হাইস্কুল ও প্রতিপক্ষ সোনাবাড়িয়া হাইস্কুল গোল করতে না পারায় ট্রাইবেকারে মাধ্যমে খেলার ভাগ্য নির্ধারণ হয়। ট্রাইবেকারে উভয় দল ৫টি করে শর্ট পেয়ে ৪টি করে গোল করায় গোল্ডেন চান্সে কলারোয়া জিকেএমকে পাইলট মডেল হাইস্কুল চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
মাঠে খেলা পরিচালনা করেন রাশেদুজ্জামান রাশু, মোশাররফ হোসেন, নিয়াজ আহম্মেদ খান। খেলার ধারাভাষ্যে ছিলেন মাষ্টার শেখ শাহাজাহান আলী শাহিন, প্রভাষক রফিকুল ইসলাম, মাস্টার আব্দুল ওহাব মামুন ও জাহাঙ্গীর হোসেন।
খেলা শেষে আসরের বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেয়া হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়। অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন এবং উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবেদুর রহমান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক নেতা দীপক শেঠ, সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রধান শিক্ষক আব্দুর রব, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক শামছুল হক, প্রধান শিক্ষক ইবাদুল হক, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, সাংবাদিক জুলফিকার আলী, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবদুর রকীব, সহকারী প্রধান শিক্ষক জিয়ারল হক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, ক.পা.ই সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, সিনিয়র শিক্ষক গোলাম রব্বানী, কাজী আব্দুল ওহাব, ক্রীড়া সংগঠক রেজাউল করিম লাভলু, ক্রীড়া শিক্ষক আব্দুল গফুর, আবুল কালাম আজাদ, সিরাজুল ইসলাম, আব্দুল মান্নান, মাহফুজা খানম, নাজমুল হাসনাইন মিলন প্রমুখ।
উল্লেখ্য, কলারোয়া জিকেএমকে পাইলট মডেল হাইস্কুল ফুটবলে জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে। খেলাটি আগমী ২৭ আগস্ট বিকেল ৩টায় সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
মন্তব্য চালু নেই