অবশেষে যোদ্ধাহত মুক্তিযোদ্ধা নুরু’র মৃত্যু

ঠাকুরগাঁও জেলা রাণীশংকৈল উপজেলার ধর্মগড়ের বাসিন্দা যোদ্ধাহত মুক্তিযোদ্ধা নুরুজ্জামান নুরু গতকাল রাত ২.১১ মিনিটে মৃত্যুর কোলে ঢলে পড়েন । ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ৭-নং সেক্টরে গ্রুপ কমান্ডার হিসাবে যুদ্ধ করেন ।

তিনি অনেকদিন ধরে লিভার ক্যান্সার সহ বিভিন্ন রোগে ভোগেন । মৃত্যুর ক’দিন আগে আমাদের নিজস্ব প্রতিনিধিকে বলেন-”আমি বর্তমানে একটি স্কুলের সভাপতি, হয়তবা আর বেশিদিন বেঁচে নেই! দেশের শত্রুরা আমার ঐ স্কুলটিতে প্রাচির ও ঘর নির্মাণ করেছে। তোমরা স্কুলটিকে রক্ষা করবে বাবা”

মৃত্যুকালে তাঁর বয়স ৬৯ বছর। তিনি ১০ ছেলে ও ৮ মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাংখী রেখে যান্। রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ সুকুমার মহন্ত জানান ,আগামীকাল মুক্তিযোদ্ধা নুরুর রাষ্ট্রীয়মর্যাদায় দাফন সম্পন্ন হবে।



মন্তব্য চালু নেই