হাজীদের জন্য ফ্রি গাড়ি সার্ভিস

হজ যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার জন্য ফ্রি গাড়ি সার্ভিসের ব্যবস্থা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক উত্তর বিভাগ।

এ গাড়ি সার্ভিসের বিষয়টি শনিবার নিশ্চিত করেন তেজগাঁও শিল্পাঞ্চল ট্রাফিক জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. আবু ইউসুফ।

তিনি জানান, উত্তরার আব্দুল্লাহপুরে ড্রাইভার ও গাড়ির মালিকদের নিয়ে আয়োজিত এক সচতেনমূলক অনুষ্ঠানে হাজিদের জন্য ফ্রি গাড়ি সার্ভিসের উদ্বোধন করেন ডিসি ট্রাফিক (উত্তর) প্রবীর কুমার রায়।

সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. আবু ইউসুফ জানান, সম্মানিত হাজী সাহেবগণ যাতে নির্বিঘ্নে বিমানবন্দরে যেতে পারেন, সে জন্য এ ব্যবস্থা। এতে ট্রাফিক ও হাজী সাহেবগণ উভয়ই উপকৃত হবেন। এর ফলে হাজী সাহেবগণ জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হবেন না এবং তাদের পার করতে গিয়ে যে যানজটের সৃষ্টি হয় সেটাও হবে না।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এডিসি ট্রাফিক (উত্তর) হুমায়রা পারভীন, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মেরিন সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তরা) জিন্নাত আলী মোল্লা ।



মন্তব্য চালু নেই