যেভাবে পাল্টে গেল মোহাম্মদপুরের জাকির হোসেন সড়কের চেহারা
রাজধানীর মোহাম্মদপুরের জাকির হোসেন সড়কটি অন্য সব সড়ক থেকে একটু আলাদা। অন্যান্য সড়কে যখন ময়লায় ভর্তি, তখন এই সড়কটি পরিচ্ছন্ন। এই সড়কটি পরিচ্ছন্ন রাখতে উদ্যোগী হয়েছে ‘মোহাম্মদপুর ক্লাব’।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্ট এমন দাবি করা হয়। হাসিবুল হাসান নামের একজন ছবিসহ সড়কটি সম্পর্কে ১০ আগস্ট এক পোস্ট দেন।
তাতে তিনি দাবি করেন, মোহাম্মদপুর ক্লাবের সদস্যরা জাকির হোসেন রোডের প্রতিটা গাছে বা ইলেকট্রিক পোলে একটা করে ত্রিশ টাকা দামের প্লাস্টিক বাস্কেট লাগিয়ে দিয়েছে। যার প্রত্যেকটার উপরে লেখা রয়েছে- ‘আমাকে ব্যাবহার করুন’।
এতে বেশ কাজে দিয়েছে বলে তিনি দাবি করেন। তিনি জানান, সড়কে যেন কেউ ময়লা না ফেলে সেজন্য তারা পাহাড়াও দিয়েছেন। স্থানীয় হোক বা বাইরের কেউ হোক সড়কে ময়লা ফেললেই তা একটা সিগারেটের প্যাকেটই হোক না কেন, তারা খুব ভদ্রভাবে তাকে বোঝাতো আর ময়লাটা তুলে নির্দিষ্ট পাশের বাস্কেটে ফেলে দিত। এরপর থেকেই সবাই সচেতন হয়ে যায়।
পনের দিন পরেই সড়কের চেহারা পাল্টে যায়। এখন সড়কটি পরিষ্কার করতে সবাই সচেতন হয়েছে।
মন্তব্য চালু নেই