ঠাকুরগাঁওয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে যথাযথ মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৫ পালন করা হয়েছে। এ উপলক্ষে শোক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে (১১টায়) ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয় ও ঠাকুরগাঁও রোড যুবসংসদ মাঠ থেকে পৃথক দুটি শোক র‌্যালি বের হয়। র‌্যালি দু’টি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়।

জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মজীবন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময়বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাদেক কুরাইশী , আওয়ামীলগি নেতা এ্যাড. মকবুল হোসেন বাবু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জিতেন্দ্র নাথ রায় ও প্রেস ক্লাব সভাপতি আবু তোরাব মানিক ।



মন্তব্য চালু নেই