৭৫ জন শিল্পীর রং তুলিতে বঙ্গবন্ধু

৭৫ জন শিল্পীর রং তুলিতে ফুটে ওঠেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। এই শিল্পীদের আঁকা বঙ্গবন্ধুর ছবি নিয়ে গ্যালারি কসমস ১৮ দিন ব্যাপী আয়োজন করেছে এক চিত্রকর্ম প্রদর্শনীর।

১৪ আগস্ট সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিশেষ প্রদর্শনীর উদ্ধোধন করবেন বলে জানা যায়। প্রদর্শনীতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ.আ.ম.স. আরেফিন সিদ্দিক এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পঙ্কজ সরণ।

প্রদর্শনীটি চলবে ১৪ থেকে ৩১ আগস্ট পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

১০১ গুলশান এভিনিউ, আর.এম. সেন্টারের তৃতীয় তলায় অবস্থিত কসমস গ্যালারিতে আপনিও ঘুরে আসতে পারেন।



মন্তব্য চালু নেই