নেতাকর্মী গ্রেফতারের প্রতিবাদে শিবিরের বিক্ষোভ
শিবিরের সাবেক সভাপতি ডা. শফিকুল ইসলাম মাসুদসহ ১৯ নেতাকর্মীকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শিবিরের ঢাকা মহানগরীর পূর্ব শাখার কর্মীরা। রোববার সকাল ১০টার দিকে রাজধানীর মাদারটেক এলাকায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক রাশেদুল হাসান রানা ও মহানগরী সভাপতি রেজাউল হক রিয়াজের নেতৃত্বে বিক্ষোভ মিছিল আরো উপস্থিত ছিলেন মহানগরী সেক্রেটারি এম শামিম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, অর্থসম্পাদক তোজাম্মেল হক, অফিস সম্পাদক সোহেল রানা মিঠু, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক গোলাম কিবরিয়া, প্রচার সম্পাদক আবদুল কাদের, এইচআরডি সম্পাদক ইমাম হোসাইন, ছাত্রকল্যাণ সম্পাদক আশ্রাফ উদ্দিন, মাদ্রাসা সম্পাদক জাকির হোসাইন, স্কুল সম্পাদক ফায়জুর রহমান প্রমুখ।
মন্তব্য চালু নেই