‘ভারতের গরুর দিকে তাকিয়ে থাকব না’

ঈদে কোরবানির পশুর কোনো সংকট হবে না বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, ‘আমরা আর ভারতের গরুর দিকে তাকিয়ে থাকব না। নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করব।’

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা বলেন। তিনি জানান, ভারত আপাতত গরু রপ্তানি করবে না- এটা মাথায় রেখেই ঈদে কোরবানির পশুর জোগান দেওয়ার ব্যাপারে সরকার কাজ করছে।

তোফায়েল আহমেদ বলেন, ‘আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী কোরবানির জন্য দরকার ৭০ লাখ পশু। আমাদের দেশেই ৬০ লাখের মতো মজুদ আছে। ঈদের সময় ভারত আমাদের দেশে গরু রপ্তানি না করলেও কোরবানিতে কোনো প্রভাব পড়বে না।’

সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এখন ভারতে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায়। তাঁদের নিজস্ব একটি নীতি আছে। তাঁরা গরু জবাইয়ের বিপক্ষে। এ কারণেই ভারত আপাতত গরু রপ্তানি বন্ধ রেখেছে।’

তোফায়েল আহমেদ আরো বলেন, ‘কিছুদিন আগে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সেখানে প্রাণিসম্পদমন্ত্রীকে গরুর উৎপাদন বাড়ানোর বিষয়ে প্রকল্প গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। তা ছাড়া দেশে এখন গরুর উৎপাদনও বেড়েছে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘কোরবানির ঈদে পেঁয়াজসহ মসলার দাম স্থিতিশীল রাখতে সরকার কাজ করে চলেছে। পর্যাপ্ত মজুদ রয়েছে। এবারের ঈদে আশা করছি এগুলোর দাম বাড়বে না।’



মন্তব্য চালু নেই