অন্তঃসত্ত্বা রানী মুখার্জি!

২০১৪ সালটা বেশ ভালোই কেটেছে বলিউড অভিনেত্রী রানী মুখার্জির। মার্দানি সিনেমার মাধ্যমে আবারো স্বরূপে ফিরেছিলেন এ অভিনেত্রী। এছাড়া দীর্ঘদিনের প্রেমিক আদিত্য চোপড়াকেও বিয়ে করেছেন। ২০১৫ সালটাও স্মরণীয় হতে চলেছে এ অভিনেত্রীর। শোনা যাচ্ছে- মা হতে চলেছেন রানী।

আদিত্য চোপড়ার সঙ্গে বিয়ের কাজটা চুপি সাড়েই সেরেছিলেন। সবার ধারণা মা হওয়ার ব্যাপারটিও গোপন রাখতে চাইছেন রানী। সম্প্রতি একটি অনুষ্ঠানে মা হওয়ার ব্যাপারে ইচ্ছা পোষণ করেছিলেন এ অভিনেত্রী। এছাড়া মার্দানি সিনেমাটি সফল হওয়ার পরও পর্দায় নিয়মিত হওয়ার কোনো চেষ্টা নেই। সব মিলিয়ে বলিউড জুড়ে চলছে তার মা হওয়ার গুঞ্জন। এ অভিনেত্রী এখন রয়েছেন লন্ডনে। ভারতীয় সংবাদমাধ্যমেও চাউড় হয়েছে এ অভিনেত্রীর মা হওয়ার বিষয়টি।

তবে পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি। হয়তো মিডিয়ার কাছে ব্যাপারটি গোপন রাখতে চাইছেন আদিত্য চোপড়ার পরিবার। এর আগেও রানীর মা হওয়ার গুঞ্জন উঠেছিল তবে শেষ পর্যন্ত সেটি গুঞ্জনই থেকে যায়।



মন্তব্য চালু নেই