এ বছরে হজ যাত্রীর সংখ্যা ৯৯ হাজার

এ বছর বাংলাদেশ থেকে প্রায় ৯৯ হাজার হজ যাত্রী সৌদি আরব যাবেন বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব চৌধুরী মোহাম্মদ বাবুল হাসান। বুধবার সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে সচিব এ তথ্য জানান।

বাবুল হাসান জানান, পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এ বছর ৮৩৫টি এজেন্টের মাধ্যমে ৯৮ হাজার ৭৬২ জন হজযাত্রী সৌদি আরব যাবেন। এর মধ্যে ১৬শ জন যাবেন সরকারিভাবে বাকি ৯৭ হাজার ১৬২ জন যাবেন বেসরকারিভাবে।

বাবুল হাসান আরও জানান, এ বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে ২৭ আগষ্ট এবং ২৮ সেপ্টেম্বর পর্যন্ত তা চলবে। সৌদিআরব থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে ৮ অক্টোবর থেকে। ২৪ আগষ্ট হাজিরা ক্যাম্পে আসা শুরু করবেন এবং ২৭ আগষ্ট প্রধানমন্ত্রী হজ ফ্লাইটের উদ্বোধন করবেন। এছাড়াও ৫ আগষ্ট থেকে স্বাস্থ্য মন্ত্রনালয় হাজীদের টিকা দেয়া শুরু করেছে বলেও জানিয়েছেন তিনি।



মন্তব্য চালু নেই