কিশোরগঞ্জে শ্লীলতাহানি ও গাঁজাসহ আটক-৮ ভ্রাম্যমান আদালতে সাজা
কিশোরগঞ্জে অভিযান চালিয়ে কিশোরগঞ্জ উপজেলা পানি উন্নয়ন বোর্ডের পরিত্যাক্ত জায়গায় জুয়া খেলা ও গাঁজা সেবনকালে হাতে নাতে ৭ জনকে আটক করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমানের নেতৃত্বে একদল সঙ্গীয় পুলিশ অভিযান চালিয়ে ৭ জনকে জুয়া খেলা ও গাঁজা সেবনকালে হাতে নাতে আটক করে থানায় নিয়ে আসে। বিকালে তাদেরকে ভ্রাম্যমান আদালতে নেয়া হলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সিদ্দিকুর রহমান মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তাদেরকে ১৪ দিনের করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। আটককৃতরা হলেন,কিশোরগঞ্জ উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সাজুর ছেলে সেলিম হোসেন (২৫),গোলাম রব্বানী (৪৫),আব্দুল মজিদ(৩০),আব্দুল লতিফ (৩০)লাবলু (২৫),লিমন মিয়া (৩০) ও রুবেল হোসেন (৩৫)। এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমানের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,সাজা প্রাপ্তদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপর দিকে ছেলের শাশুড়ীর শ্লীলতাহানির দায়ে উপজেলার নিতাই ইউনিয়নের মুশরুত পানিয়াল পুকুর বাঁশবাড়ী এলাকার এক ৪০ বছরের মহিলার শ্লীলতাহানির দায়ে মৃত খোজা মামুদের ছেলে কছির উদ্দিনকে (৫৫) ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
মন্তব্য চালু নেই