ফের জুটি বাঁধছেন শ্রদ্ধা-আদিত্য

‘আশিকি ২- এর পর আবার দর্শকদের মন জয় করতে ফিরে আসছেন আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুর জুটি। ‘পান সিং টোমার’ খ্যাত পরিচালক তিগমাংশু ধুলিয়ার ‘মিলন টকিস’ ছবিতে একসঙ্গে দেখা যেতে পারে তাদের।

প্রথমে ছবিটিতে ইমরান খান এবং প্রিয়াঙ্কা চোপড়ার অভিনয় করার কথা ছিল। কিন্তু পরবর্তী সময়ে ইমরান ও প্রিয়াঙ্কা দুজনেই নিজেদের ব্যক্তিগত কারণে রাজি হননি। তারপরে শাহিদ কাপুরকে মুখ্য ভূমিকায় নেয়ার কথা তিগমাংশু নিজেই জানিয়েছিলেন। তবে পরে তা বদলে আদিত্য রায় কাপুর নির্বাচিত হন মুখ্য ভূমিকায় অভিনয়ের জন্য।

আদিত্য এবং শ্রদ্ধা ‘তিন পাত্তি’, ‘লন্ডন ড্রিমস’ ছবি দিয়ে কেরিয়ার শুরু করলেও সাফল্য পান ২০১৩ সালের ব্লকবাস্টার ‘আশিকি ২’ ছবির মধ্য দিয়ে। যদিও এ প্রসঙ্গে আদিত্য বা শ্রদ্ধা কেউই মুখ খুলতে রাজি হননি। আপাতত দুই তারকাই তাদের আসন্ন ছবি ‘দাওয়াত-এ- ইসক’ এবং ‘এনি বডি ক্যান ডান্স ২’ নিয়ে খুব ব্যস্ত।

সূত্রের মাধ্যমে জানা গেছে বালাজি মোশন পিকচার্সের প্রযোজনায় এই ছবি আগামী ২০১৫ সালের শেষের দিকে মুক্তি পেতে পারে।



মন্তব্য চালু নেই