সুয়ারেজের নিষেধাজ্ঞা অপরিবর্তিত

উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ আবেদন করেছিলেন ফিফার দেয়া নিষেদ্ধাজ্ঞা হ্রার করার জন্য। আর তার উপর দেয়া দীর্ঘ সময়ের নিষেদ্ধাজ্ঞা কমানো উচিত বলে মত দিয়েছিলেন তার কামড়ের শিকার হওয়া চিয়েল্লিনিও। তবে তাতেও মন গলেনি ফিফা ডিসিপ্লিনারি কমিটির। বিশ্বকাপের সময় আরও অনেকের দণ্ডের সাথে সুয়ারেজের নিষেদ্ধাজ্ঞাও বহাল রাখল ফিফার সেই পর্যালোচনা কমিটি।

বার্সেলোনার নতুন তারকা সুয়ারেজ নিষিদ্ধ হয়েছিলেন নয় আন্তর্জাতিক ম্যাচের জন্য। এছাড়াও চার মাসের জন্য যে কোন ধরণের ফুটবল সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকতে পারবেন না সুয়ারেজ এমন শৃঙ্খলও বেধে দেয়া হয় সেই নিষেদ্ধাজ্ঞায়। নিষেদ্ধাজ্ঞার নয় ম্যাচের মধ্যে একটি মাত্র ম্যাচ পার হয়েছে উরুগুয়ের। আরও আট ম্যাচে তাই উরুগুয়ের হয়ে মাঠে নামতে পারকেন না তিনি। আর বার্সার হয়ে নিষেদ্ধাজ্ঞার মেয়াদ শেষ হবার আগে মাঠে নামতে পারবেন না তিনি।

ফিফার ডিসিপ্লিনারি কমিটির দেয়া সেই বিবৃতিতে আরও যাদের শাস্তি বহাল রাখল ফিফা তারা হলেন: অলেক্স সং (ক্যামেরুন), আন্তে রবি(ক্রোয়েশিয়া), ক্লদিও মার্চিসিও (ইতালি), অ্যান্টোনিও ভ্যালেন্সিয়া (ইকুয়েডর)



মন্তব্য চালু নেই