পদ্মার তীর রক্ষায় দোহারে মানববন্ধন

ঢাকার দোহার উপজেলায় পদ্মা নদীর ভাঙন থেকে রক্ষার দাবিতে দোহার-নবাবগঞ্জ নাগরিক ফোরাম নামে একটি সংগঠন মানববন্ধন করেছে।

শনিবার দুপুর ১২টায় নয়াবাড়ী ইউনিয়নের ধোয়াইর নদীর পারে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচি পালনকালে সংগঠনের সমন্বয়ক মুক্তিযোদ্ধা এবি সিদ্দিক মোল্লা বলেন, ‘প্রতিবছর নদী ভাঙনে শত শত পরিবার গৃহহারা হচ্ছে। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ওয়াদা গত ৬ বছরেও বাস্তবায়ন হয়নি।’ তিনি অনতি বিলম্বে পদ্মা রক্ষা বেড়িবাঁধ তৈরি করে দোহার-নবাবগঞ্জের হাজারো পরিবারকে ভাঙন থেকে রক্ষার দাবি জানান।

সংগঠনের সদস্য সচিব মাসুদুর রহমান বলেন, ‘পদ্মা ভাঙনরোধে স্থায়ী ব্যবস্থা ও বেড়িবাঁধ নির্মাণের দাবিতে বিভিন্ন দপ্তরে স্মারকলিপি পেশসহ সামাজিক আন্দোলন অব্যাহত থাকবে।’

মানববন্ধনে দোহার নবাবগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার সহস্রাধিক লোক অংশ নেয়।



মন্তব্য চালু নেই