আজ বাংলা বর্ষপঞ্জির প্রথমদিন
পহেলা বৈশাখ
বাংলাদেশে আজ উদযাপন করা হচ্ছে বাংলা বর্ষপঞ্জির প্রথমদিন।
নববর্ষ পালনের জন্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
ঢাকায় রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে দিনব্যাপী বাংলা নববর্ষের উৎসব।
বলা হয়ে থাকে বাংলাদেশে মুসলমানদের দুটি ঈদের পর এটিই সবচে বড় উৎসব।
ধর্ম-বর্ণ নির্বিশেষে সারাদেশে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হবে।
তবে গ্রামাঞ্চলে ঐতিহ্যগতভাবে যেভাবে নববর্ষ উদযাপন করা হয়, তার সাথে শহুরে নববর্ষ উদযাপনের বেশ পার্থক্য রয়েছে।
এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে সকাল ১০টায় শুরু হবে মঙ্গল শোভাযাত্রা।
এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য বিষয়- ‘জাগ্রত করো উদ্যত করো নির্ভয় করো হে’।
এদিকে, ২০০১ সালে রাজধানী ঢাকার রমনায় বর্ষবরণ অনুষ্ঠানে বোমা বিস্ফোরণের পর থেকে পহেলা বৈশাখে নিরাপত্তা প্রধান একটি ইস্যু।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এছাড়া, নিরাপত্তার স্বার্থে মহানগর পুলিশ পহেলা বৈশাখ উদযাপনের সমস্ত অনুষ্ঠান সন্ধ্যে ছটার মধ্যে শেষ করার পরামর্শ দিয়েছে।
ষোড়শ শতকে রাজস্ব আদায়ের সুবিধার জন্য মোঘল সম্রাট আকবরের যুগে প্রবর্তন করা হয়েছিল বাংলা সালের।
সময়ের বিবর্তনে সেই দিনটি এখন বাঙালির প্রাণের উৎসব পরিণত হয়েছে।