জয়পুরহাটের পাঁচবিবিতে মালবাহি ট্রেনের ৪টি চাকা লাইনচ্যুত: ট্রেন চলাচল বন্ধ
জয়পুরহাটের পাঁচবিবি রেলষ্টেশন থেকে ছেড়ে আসা একটি মালবাহি ট্রেনের ৪টি চাকা লাইনচ্যুত হওয়ায় এ লাইনের ওপর দিয়ে খুলনা, রাজশাহী,পার্বতীপুর,সৈয়দপুর,চিলাহাটিমুখি বিভিন্ন ট্রেন চলাচল বন্ধ রয়েছে।এর ফলে বিভিন্ন ষ্টেশনে ট্রেন আটকা পড়া ট্রেনযাত্রীদের চরম র্দুভোগে পড়তে হয়েছে।
এ ব্যাপারে পাঁচবিবির রেলষ্টেশন মাষ্টার এস কে সরকার জানান, আজ বুধবার সকাল ৮টা ৫০মিনিটের সময় পার্বর্তীপুর থেকে ছেড়ে আসা মালবাহি ট্রেনটি পাঁচবিবি রেলষ্টেশন অতিক্রিম করে জয়পুরহাটের দিকে যাবার (দক্ষিণ দিকের) আউটার সিগন্যালের কাছে ট্রেনটির পেছনের একটি বগির ৪ টি চাকা লাইনচ্যুত হয়।ফলে সাময়িক ভাবে এ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ ব্যাপারে পার্বতীপুর রেলজংশন থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। রিলিফ ট্রেনটি পাঁচবিবিতে পৌঁছে মালবাহি ট্রেনের চাকা উঠানোর সাথে সাথে এ লাইনে রেল যোগাযোগ পুনরায় চালু হবে।
মন্তব্য চালু নেই