সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
সৌদি আরবের দুরমা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মো. শাহীন (৩১) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে রিয়াদ থেকে ১৭০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিন ঢাকা দোহার থানার জয়পাড়া ইউনিয়নের বটিয়া গ্রামের আব্দুল আজিজ সরদারের ছেলে।
শাহীনের বন্ধু আরিফ মৃধা জানান, সোমবার জিএস কোম্পানির দুরমা পাওয়ার প্ল্যান্ট প্রজেক্টে ওয়েল্ডিংয়ের কাজ করছিল শাহীন। এসময় প্রজেক্টের ফেব্রিকেটর শ্রমিক আলামিন গাড়ি চালু করলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে শাহীনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যায় শাহীন।
বর্তমানে শাহীনের মরদেহ মারাত জেনারেল হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
মরদেহ বাংলাদেশে পাঠানোর বিষয়ে দূতাবাসের সহযোগিতা কামনা করেছেন শাহীনের পরিবারের সদস্যরা।
মন্তব্য চালু নেই