5G আনছে নোকিয়া!
থ্রিজি-র পর ফোর জি-ও চলে এসেছে হাতের মুঠোয়। এবার আসছে ফাইভ জি। তারই পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে নোকিয়া। নতুন টেকনোলজি আনার জন্য গবেষণা চলছে। ১০ জিবি পর্যন্ত ডাউনলোড স্পিডও থাকছে।
ব্রুকলিনে ফাইভ জি সম্মেলনে এই প্রযুক্তির ডেমো দেখাবে সংস্থা। জানা গিয়েছে, নতুন প্রযুক্তিতে ৭৩ গিগাহার্টজ ব্যান্ড ব্যবহার করে ১০ জিবি পর্যন্ত স্পিড আনা হবে।
তবে এখনও পর্যন্ত বিশ্ব জুড়ে ফোর জি ব্যবহার হচ্ছে না।তাই ফাইভ আসতেও দেরি আছে বলেও মনে করা হচ্ছে। ফাইভ জি এলে খরচও বাড়বে অনেকটাই।তবে গবেষকরা ইতিমধ্যেই ফাইভ জি-র সবরকম প্রস্তুতি নিতে শুরু করেছেন।
মন্তব্য চালু নেই