চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরনগঞ্জ সীমান্ত থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও গুলি উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ-৯ বিজিবি ব্যাটালিয়নের উপ পরিচালক কাপ্টেন মো. মোসলেহ উদ্দীন জানান, বুধবার রাতে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।তিনি বলেন, কিরনগঞ্জ বিওপির একটি টহলদল ১৭৮/১ এস পিলার থেকে ৫০ গজ ভেতরে কিরনগঞ্জ মাঠ থেকে দুটি পিস্তল, নয় রাউন্ড গুলি ও চারটি ম্যাগজিন উদ্ধার করে।এ সময় কাউকে আটক করা যায়নি এবং উদ্ধার করা অস্ত্র ও গুলি বৃহস্পতিবার শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
মন্তব্য চালু নেই