সায়াদ হত্যাকাণ্ড

বাকৃবির ৬ ছাত্র বহিষ্কার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্রলীগ নেতা সায়াদ ইবনে মোমতাজ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন মেয়াদে ছয় ছাত্রকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদের মধ্যে তিন ছাত্রকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে জরুরি সিণ্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার আবদুল খালেক একথা জানান।

আজীবন বহিষ্কৃত তিন শিক্ষার্থী হলেন- সুজয় কুমার কুণ্ডু, রোকনোজ্জামান রোকন এবং রেজাউল করিম রেজা।

এ ছাড়াও শেষ বর্ষের শিক্ষার্থী নাজমুস সাদাত রাসেল, দেওয়ান মোহাম্মদ মুনতাকিন মুফরাদকে চার বছরের জন্য ও ২য় বর্ষের শিক্ষার্থী অন্তর চৌধুরিকে ২ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

এদিকে শিক্ষার্থীরা এ বিচারকে মেনে নেয়নি। বেলা ১২টা পর্যন্ত প্রশাসন ভবনের সামনে তাদের অবস্থান কর্মসূচি চলছিল।

উল্লেখ্য সায়াদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে আট দিন ধরে আন্দোলন করে যাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা।



মন্তব্য করুন