ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল বন্ধ
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
সোমবার সকাল সাড়ে ৮টায় সয়দাবাদ রেলস্টেশনে মালবাহী ওই ট্রেনটির ইঞ্জিনের চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে সিরাজগঞ্জে হয়ে উত্তরবঙ্গ-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
সিরাজগঞ্জ রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাঈদ ইকবাল জানান, পাথর বোঝাই করে মালবাহী ওই ট্রেনটি কুষ্টিয়ার দর্শনা থেকে যমুনা সেতু এলাকায় আসছিল। সায়েদাবাদ রেলস্টেশনে আসার পর ট্রেনটি লাইনচ্যুত হয়। ট্রেনটি এখন উদ্ধারের চেষ্টা চলছে।
মন্তব্য চালু নেই