তিন মাসে ছয়টি নিম্নচাপের সম্ভাবনা

আবহাওয়া অধিদফতর বলছে, চলতি জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে সারাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (বর্ষা) বিস্তার লাভ করতে পারে। এছাড়া জুন, জুলাই ও আগস্ট মাসে বঙ্গোপসাগরে তিন থেকে ছয়টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে।

আগামী তিনমাসের (জুন, জুলাই ও আগস্ট) আবহাওয়ার পূর্বাভাসে একথা বলা হয়েছে।

পূর্বাভাসে আরো বলা হয়, চলতি মাসের (জুন) দ্বিতীয় সপ্তাহের মধ্যে সারাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (বর্ষা) বিস্তার লাভ করতে পারে। এছাড়া এ মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে এক থেকে দু’টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে।

জুন মাসে মৌসুমী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর, মধ্য এবং উত্তর-পশ্চিমাঞ্চলের কিছু কিছু স্থানে স্বাভাবিক বন্যার সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়।

এদিকে, জুলাই মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি মৌসুমী নিম্নচাপ সৃষ্টি ও সারাদেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। আগস্ট মাসেও বঙ্গোপসাগরে ১ থেকে ২টি নিম্নচাপ সৃষ্টি ও স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।



মন্তব্য চালু নেই