(Untitled)

কবিতা
“কি আর দুঃখে”
কি আর দুঃখে,
সুখের পাছে অশ্রু ঝঁড়ে,
তাইতো নয়ন মানিক জ্বলে;
মনের মাঝে বসত করে-
তুমিই দিলে দুঃখ গড়ে|
কি আর দুঃখে,
দুঃখহীন সুখের পাছে,
জোড়া শালিক নহে নাঁচে;
বুঝবে না কোনো দিনও-
থাকতে জীবন শালিক কারে|
কি আর দুঃখে,
দুঃখ বীনা সুখ পাখিটা,
নহে অফুরন্ত বনের খদ;
খাঁটি জীবনের স্পৃহা-
আসে নাই কবু সুখ থাকিয়া|
কি আর দুঃখে,
সে নহে সংগ্রামী,
যে দুঃখ ছাড়া অগ্রগামী;
ওরে,সুখের বাধনে জীবন হেয়-
দুঃখের স্পর্শেই শ্রেষ্ঠ জীবন|

কবি:- মো:ইমানুর রহমান

[সতর্কীকরণ:কবিতা সম্পর্কিত সমস্ত দায়ভার কবি/লেখকের। প্রকাশিত/প্রচারিত কবিতার দায়ভার ournewsbd.com কর্তৃপক্ষ নেবে না]



মন্তব্য চালু নেই