বাগেরহাট কারাগারে

অসুস্থ বন্দীর সংখ্যা বেড়ে ১০৭, তদন্ত কমিটি গঠন

পহেলা বৈশাখে বাগেরহাট জেলা কারাগারে পরিবেশন করা উন্নতমানের খাবার খেয়ে অসুস্থ হওয়া বন্দীর সংখ্যা বেড়েছে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ১০৭ বন্দী অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে অসুস্থ ১৯ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ বন্দীরা হলেন- জালাল হোসেন, হেদায়েত, মনির হাওলাদার, এমদাদুল, নজরুল হাওলাদার, হীরামনি, মাহাতাব খান, মুক্তামীর, জাহিদুল, মিন্টু, মিজান, হেমায়েত হোসেন, মজিবর ফরাজী, আব্বাস শেখ, গোপাল চন্দ্র পাইক, ইমাদুল, আবুবক্কর, কামাল ও রাসেল।

বাগেরহাট জেলা প্রশাসক মু. শুকুর আলী কারাগার পরিদর্শন শেষে বের হয়ে মঙ্গলবার বিকেলে জানান, কারা হাসপাতালে ৭৫ জনকে রেখে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে ২০ জন সুস্থ হয়ে ওয়ার্ডে ফিরে গেছেন।

তিনি আরও জানান, বিকেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে এডিএম মাহমুদুর রহমানকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ কার্য দিবসের মধ্যে কমিটিকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রিপোর্ট পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, সোমবার বাংলা নববর্ষ উপলক্ষে বাগেরহাট জেলা কারাগারে সরকারিভাবে উন্নতমানের খাবর পরিবেশন করা হয়। সকালে পান্তা ইলিশ, দুপুরে আলুর দম এবং রাতে ৫২৯ জন বন্দীকে রান্না করা গরুর মাংস-পোলাও পরিবেশন করা হয়। রাতের খাবারের পর বেশকিছু বন্দীর পেটের পীড়া ও ডায়রিয়াসহ নানা উপসর্গ দেখা দেয়।



মন্তব্য চালু নেই