৯ জ‌ঙ্গির লাশ মর্গে : এখনো হয়নি মামলা

গাজীপুরে আইনশৃংখলা বা‌হিনীর অ‌ভিযানে ৯ জ‌ঙ্গি নিহতের ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।

শনিবার গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার হাড়িনাল ও পাতারটেকে জঙ্গিবিরোধী পৃথক অভিযান চালায় আইনশৃংখলা বাহিনী।

এতে হাড়িনালে দু’জন ও পাতারটেকে ৭ জন জঙ্গি নিহত হয়।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। মামলার বিষয় প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা।

এদিকে জঙ্গিদের লাশের ময়নাতদন্ত রোববার শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে করা হবে।

ঘটনার পর শনিবার রাতেই তাদের লাশ ওই হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে ওসি জানান, ৯টি লাশ উদ্ধার করে শনিবারই গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেখানে লাশের ময়নাতদন্ত হবে। এরপর লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘ‌রে পাঠানো হবে।

সেখা‌নে লাশের পরিচয়ের ব্যাপারে নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষা করা হবে বলেও জানান তিনি।

র‍্যাব জানায়, হাড়িনালে তাদের অভিযানে নিহত দু’জন হলেন- মো. রাশেদ মিয়া ও তৌহিদুল ইসলাম। তারা এই নামে বাড়ির মালিকের কাছ থেকে পেয়েছে। এটা প্রকৃত নাম কি না, সে বিষয়ে তারা নিশ্চিত নয়।

পুলিশ জানায়, পাতারটেকে তাদের অভিযানে নিহত ৭ জনের মধ্যে একজন ফরিদুল ইসলাম ওরফে আকাশ ওরফে প্রভাত। তিনি নব্য জেএমবির ঢাকা বিভাগীয় কমান্ডার ছিলেন।

গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর রশিদ জানান, নিহত সব জঙ্গির পরিচয় এখনও পাওয়া যায়নি। পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।



মন্তব্য চালু নেই