৮-১০ জনকে নিয়ে ডুবছে একটি জাহাজ

বঙ্গোপসাগরের আলফা ইনকারেজে বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানাধীন একটি জাহাজ ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়েছে। উত্তাল সাগরের ঢেউয়ে জাহাজটি এখন ডুবে যাচ্ছে। জাহাজে ৮ থেকে ১০ জন লোক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (২১ মে) পৌনে ১২টার দিকে ঘূর্ণিঝড় রোয়ানু কবলে পড়ে জাহাজটি। এ তথ্য জানিয়েছেন কর্ণফুলি নদীতে অবস্থান করা আরেকটি জাহাজের ক্যাপ্টেন কুসুম দাস।

তিনি জানান, বাংলার শিখা নামে এই জাহাজটির ক্যাপ্টেন তার পরিচিত। ওই ক্যাপ্টেন তার সঙ্গে যোগাযোগ করেছেন। তারা ৮ থেকে ১০ জন লোক প্রচণ্ড কান্নাকাটি করছেন। জাহাজটি এখন ৪৫ ডিগ্রি কাত হয়ে গেছে। যে কোনো সময় ডুবে যেতে পারে।

এদিকে জাহাজটিকে উদ্ধার করতে যেতে পারছে না কোস্টগার্ড কিংবা অন্যকোনো উদ্ধারকারী দল।

পৌনে ১২টার দিকে ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হেনেছে। উপকূলে ১৫ থেকে ২০ ফুট উঁচু ঢেউ উঠছে। ৮০ কিমি গতিবেগে বইছে ঝড়ো হাওয়া।



মন্তব্য চালু নেই