৮ বছর ধরে বিমানবন্দরই তার স্থায়ী ঠিকানা!

অভাবের তাড়নায় বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। নিজে ঠাঁই নিয়েছেন ব্যস্ত বিমানবন্দরে। গ্রেপ্তার হওয়ার ঝুঁকি মাথায় নিয়েই টানা ৮ বছর উদ্বাস্তু জীবনে অভ্যস্ত হয়ে উঠেছেন সিঙ্গাপুরের এই বাসিন্দা।

বয়স পঞ্চাশের কোঠায়। ঠিকানা সিঙ্গাপুরের সদাব্যস্ত চাংগি বিমানবন্দর। পরিচয় গোপন রেখে এখানেই গত আট বছর যাবত বসবাস করছেন মধ্যবয়সীনি। তিনি ছাড়াও বিমানবন্দর চত্বরে ঘর বেঁধেছেন আরও দশ জন উদ্বাস্তু।

এ যেন ২০০৪ সালে মুক্তি পাওয়া স্টিভেন স্পিলবার্গের ছবি ‘দ্য টার্মিনাল’-এর বাস্তব রূপায়ণ। টম হ্যাঙ্কস ও ক্যাথারিন জেটা জোন্স অভিনীত ছবির কেন্দ্রীয় চরিত্রে দেখা গিয়েছিল এক অসহায় মানুষকে, যিনি আমেরিকায় প্রবেশের অনুমতি পাননি আবার নিজের যুদ্ধ-বিদ্ধস্ত দেশে ফিরতেও পারেননি। ফলে বিমানবন্দরেই বেশ কয়েক বছর কাটিয়ে দিতে বাধ্য হন ওই ব্যক্তি। এইসময়



মন্তব্য চালু নেই