৮ বছরে অর্থমন্ত্রীর আয় বেড়েছে ৮৩ লাখ টাকা
অর্থমন্ত্রীর গত আট বছরে আয় বেড়েছে ৮৩ লাখ টাকা।
আজ সচিবালয়ে অনলাইনে তার আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় এ তথ্য জানান অর্থমন্ত্রী।
এ সময় এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। এ সময় আর বাড়ানো হবে না। আমরা চাচ্ছি, এ সময়ের মধ্যে সারা দেশে আয়কর রিটার্ন জমা হোক। তবে উপযুক্ত কারণ দেখিয়ে সময় বাড়ানোর জন্য ব্যক্তিগতভাবে আবেদন করা যাবে।’
মন্তব্য চালু নেই