৭ লাখ ইয়াবাসহ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার
ফেনীর লালপোল এলাকা থেকে ৬ লাখ ৮০ হাজার ইয়াবাসহ মাহফুজ নামের পুলিশের বিশেষ শাখার এক এএসআইকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। এসময় তার গাড়ি চালককেও গ্রেপ্তার করা হয়।
শনিবার রাত সাড়ে ১১ টায় ফেনীর লালপুল এলাকায় দ্রুতগামী একটি প্রাইভেট কার একটি শিশুকে ধাক্কা দিয়ে পালিয়ে যাবার সময় তাড়া করে সেটিকে আটক করে র্যাব। এরপর গাড়িতে তল্লাশি চালিয়ে জব্দ করা হয় ইয়াবার চালান। যার আনুমানিক মূল্যে ২৭ কোটি ২০ লাখ টাকা।
এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মাদক বিক্রির ৭ লাখ টাকা, ৪টি মোবাইল ও বিভিন্ন ব্যাংকের ৮টি ক্রেডিট কার্ড উদ্বার করা হয়।
র্যাব ৭ এর পরিচালক লে. কর্ণেল মিফতাহ উদ্দিন আহমেদ জানান, ইয়াবা সহ আটক মাহফুজুর রহমান পুলিশের এএসআই। বর্তমানে সে এসবি ঢাকা টেকনিক্যাল সেকশনে কর্মরত। জিজ্ঞাসাবাদে আটক মাহফুজ জানিয়েছে ২০১১-২০১৩ সালে কক্সবাজার জেলার টেকনাফে চাকুরি করার সময় ইয়াবা ব্যবসায়ীদের সাথে তার সখ্যতা হয়।’
তিনি আরো জানান, ‘ কক্সবাজার থেকে আনা ৬ লাখ ৮০ হাজার পিস ইয়াবার চালানটি ঢাকায় পৌছে দিতে কক্সবাজার গোয়েন্দা পুলিশের এএসআই মো. বেলাল ও চট্টগ্রাম জেলা পুলিশের কুমিরা পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই মো. আশিক সহযোগিতা করেছে বলে র্যাবকে জানিয়েছে গ্রেপ্তার হওয়া মাহফুজ।’
তবে সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের সামনে গ্রেপ্তারকৃত পুলিশসহ চালককে হাজির করেনি র্যাব-৭।
এ ঘটনায় গাড়ির মালিক পুলিশের এএসআই মাহফুজুর রহমান ও ড্রাইভার জাবেদ আলীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে র্যাব।
মন্তব্য চালু নেই