‘৭৮ মিনিটে ১২টা গান গাইলেন কেকে’

‘কি খবর ঢাকা, কেমন আছেন আপনারা’- বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে উঠে বাংলাদেশের খোঁজ-খবর নেন ভারতের জয়প্রিয় কণ্ঠশিল্পী কেকে।

এর আগে বেশ কয়েকবার বাংলাদেশে এসেছেন কেকে। তবে এবারই প্রথম ক্রীড়াঙ্গনের কোনো অনুষ্ঠানে এলেন তিনি।

সন্ধ্যার পরপরই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মঞ্চে উঠার কথা থাকলেও রাত ৮টা ১০ মিনিটে মঞ্চে উঠেন কেকে। তার মঞ্চে উঠার পরেই স্টেডিয়ামের উচ্ছ্বাস দ্বিগুণ বেড়ে যায়।

‘ক্যা মুঝে পায়ার হ্যা’ গান দিয়ে কেকে তার পরিবেশনা শুরু করেন। এরপর বাচনা হে হাসিনো ছবির ‘খোদা জানে’ ছবির গানটি গান।

পরিবেশনার তালিকায় ছিল গ্যাংস্টার ছবির ‘তুহি মেরে স্যাব হে’, জান্নাত ছবির ‘জারা সা’, বাজরঙ্গী ভাইজান ছবির ‘তু জো মিলা’, ডন ছবির ‘ম্যা হু ডন’ গানও।

এ ছাড়া ‘হাম রাহে ইয়া না রাহে’, হাম দিল দে চুকে সানাম ছবির ‘তারাপ তারাপ’, নিউইয়র্ক ছবির ‘হ্যা জুনুন’, গুন্ডে ছবির ‘ও শোনা’, দেশি বয়েস ছবির ‘দেশি বয়েস’ গান গেয়ে শোনান।

কেকে স্টেজ ছাড়েন রাত ৯.২৮ মিনিটে। মঞ্চ ছাড়ার আগে বাংলাদেশের গায়ক জেমসের ‘আলবিদা’ গানটি গান তিনি।

৭৮ মিনিটের স্টেজ পারফরম্যান্সে ১২টি গান পরিবেশন করেন কেকে। শেষ গান পরিবেশনের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও পরিচালক শেখ সোহেলকে ধন্যবাদন জানান তিনি।



মন্তব্য চালু নেই