৬ রানে নেই ৪ উইকেট

প্রথম তিন দিনের ম্যাচে ভারতের রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন কর্ণাটকের বিরুদ্ধে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে হার নিয়ে মাঠ ছেড়েছিল মুমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’। দ্বিতীয় ও শেষ তিন দিনের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের প্রতিপক্ষ বদল হলেও ভাগ্যের পরিবর্তন হয়নি। ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় তিন দিনের ম্যাচের প্রথম ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ ‘এ’ দল।

ব্যাঙ্গালোরের এম চিন্বাসামী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচ টস হেরে ব্যাটিংয়ে নেমে ঈশ্বর পাণ্ডে ও বরুণ অ্যারনের বোলিং তোপে পড়ে মাত্র ৬ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ ‘এ’ দল। একে একে ব্যর্থতার কাতারে শামিল হন আনামুল হক, সৌম্য সরকার, মুমিনুল হক ও লিটন দাস। এদের মধ্যে মুমিনুল ২ রান করলেও বাকি তিনজন রানের খাতাই খুলতে পারেননি।

ভারতীয় ‘এ’ দলের হয়ে অ্যারন তিনটি উইকেট নিয়ে সফরকারীদের বড় এক ধাক্কা দেন। অপর উইকেটটি নেন পাণ্ডে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৩৪ রান। নাসির ২৩ ও সাব্বির ৯ রান নিয়ে ব্যাট করছেন।



মন্তব্য চালু নেই