৬ ডিসেম্বর কলারোয়ায় পালিত হবে হানাদারমুক্ত দিবস
সাতক্ষীরার কলারোয়ায় ৬ ডিসেম্বর কলারোয়া হানাদারমুক্ত দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার লক্ষ্যে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল নানা কর্মসূচি গ্রহণ করেছে।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা ও ডেপুটি কমান্ডার আবুল হোসেন জানান, কর্মসূচির মধ্যে রয়েছে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সূচনা, সকাল ৭টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, সাড়ে ৭টায় গণকবর ও স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন, সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন, সকাল ১০টায় ৭১’র বেশে
মুক্তিযোদ্ধা-জনতার বিজয় র্যালি, ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে হানাদারমুক্ত দিবসের আলোচনা সভা ও বাদ যোহর মহান মুক্তিযুদ্ধে শহিদদের আত্মার মাগফেরাত কামনা, জাতির অগ্রগতি ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত।
সমগ্র কর্মসূচিতে কলারোয়ার মুক্তিকামী সর্বস্তরের জনতাকে উপস্থিত থাকার আহ্বান করা হয়েছে।
মন্তব্য চালু নেই