৬৫ ইঞ্চির বাঁকানো ডিসপ্লের অ্যানড্রয়েড টিভি

চীনের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান জিওমি ৬৫ ইঞ্চির একটি অ্যানড্রয়েড টিভি বাজারে ছাড়লো। এটির মডেল মিটিভি ৩এস। এই টিভির বিশেষত্ব হচ্ছে এতে কার্ভড 4K প্যানেল ডিসপ্লে রয়েছে।

মি টিভি ৩এস এর দাম ১ হাজার ৩৯০ ডলার। এটি এখন শুধু চীনেই কিনতে পাওয়া যাচ্ছে। তবে ভবিষ্যতে অন্যান্য দেশের বাজারেও পাওয়া যাবে।

এই স্পোর্টস কার্ভড ডিসপ্লে তৈরি করেছে স্যামসাং। ফোর কে রেজুলেশনের টিভিতে রয়েছে এমএসটিএআর ৬এ৯২৮ টিভি প্রসেসর। সঙ্গে আছে ২ জিবি র‌্যাম ও ৮ জিবি বিল্টইন মেমোরি।

টিভিটির প্যানেল অত্যন্ত পাতলা। এর পুরুত্ব মাত্র ৫.৯ মিমি। এতে ডলবি ও ডিটিএস অডিও ডুয়াল ডিকোডিং প্রযুক্তি রয়েছে।

জিওমির নতুন টিভি অ্যানন্ড্রয়েড এমআইইউআই অপারেটিং সিস্টেমে চালিত। অ্যানড্রয়েড টিভির পাশাপাশি টিভি বক্সও বাজারে ছেড়েছে জিওমি।



মন্তব্য চালু নেই