৬০ পয়সা চুরি করে ৩৭ বছর পর কারাগারে!

চুরির সঙ্গে শান্তির সম্পর্ক সেই আদিকাল থেকেই প্রচলিত আছে। সেটার পরিমাণ কত হবে তা আইন বিশেষজ্ঞরাই জানেন। কিন্তু সামান্য পয়সা লুটের জন্য যে এত বড় শান্তি হতে পারে তার বাস্তব উদাহরণ ঘটে গেছে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ১৯৭৯ সালের কথা। আমির তার বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে যায়। মাথায় কী ভূত চাপল ঈশ্বরই জানেন। সব বন্ধুরা মিলে এক যুবকের বুকে চাকু ধরে তার কাছ থেকে মাত্র ৬০ পয়সা ছিনিয়ে নেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত যুবক থানায় অভিযোগ করেন যা হয়তো আমিরের অজানাই ছিল। ব্যাপারটি এত ছোট যে কারুরই মনে থাকার কথা নয়। সম্ভবত আমির ও তার বন্ধুরা ভুলেই গিয়েছিলেন ঘটনাটি।

এদিকে, সময়ের ব্যবধানে সেই যুবক একদিন মারা যান। তারপর পেরিয়ে যায় ৩৭ বছর। কিন্তু এরপর যা হলো তার জন্য আমির কোনোভাবেই প্রস্তুত ছিলেন না। সেই চারযুগ আগের ঘটানো অভিযোগের সূত্র ধরে শহরের কোহিনুর নগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নামে গ্রেপ্তারি পরওয়ানা জারি থাকলে এতদিন খুঁজে পায়নি বা পুলিশের খাতায় তাকে না পাওয়ার কথাই লেখা ছিল। কিন্তু আমিরের এই ঘটনা শুনে সবাই বিষ্ময়ে হতবাক হয়ে গেছে।



মন্তব্য চালু নেই