৬০০ মণ ভেজাল গুড়সহ আটক ২

রংপুর মহানগরীর বিনোদপুর এলাকায় গুড়ের কারখানায় অভিযান চালিয়ে ৬০০ মণ ভেজাল গুড় উদ্ধার করেছে পুলিশ। এ সময় কারখানার মালিকসহ ২ জনকে আটক হয়।

সোমবার রাত ৯টায় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের নেতৃত্বে এ অভিযান চালায় পুলিশ।

আটককৃতরা হলেন- রংপুরের মিঠাপুকুর উপজেলার শুকুরেরহাট ঘেনারপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে সাহেব আলী (৪২) ও তার ছেলে লিমন (২০)।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান জানান, সাহেব আলী দীর্ঘ ১০ বছর ধরে রংপুর মহানগরীর বিনোদপুরে তার শ্বশুড় বাড়িতে বসবাস করে আসছেন। তিনি ওই এলাকায় ভেজাল গুড়ের কারখানা দিয়ে জেলার বিভিন্ন দোকানে পাইকারি এবং খুচরাভাবে তা সরবরাহ করতেন।

এরই পরিপেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় ৬০০ মণ ভেজাল গুড়সহ সাহেব আলী ও তার ছেলে লিমনকে আটক করা হয়।

আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া গুড়গুলো আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে বলেও জানান জিয়াউর রহমান।



মন্তব্য চালু নেই